একটি নিখোঁজ সংবাদ দিনটি ছিল গত ১লা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ(১৪ এপ্রিল,২০১৮ সাল)। ঘটনাটির সময়টা মনে নেই দুপুরের দিকেই হবে হয়তো। ১লা বৈশাখের সকালেই জয়নুল আবেদিন পার্কে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম। তখন আমার নতুন মোবাইল কিন্তু সমস্যা ছিল নতুন ৪জি সংযোগ গ্রামীনফোন সিমের। কারণ পার্কে গেলেই গ্রামীণফোনের নেটওয়ার্ক প্রায়ই পাওয়া যেত না। আসলে তখন সিমের নতুন কানেকশন ৪জি সংযোগ খুব দুর্বল ছিল। পার্কে কয়েক হাজার মানুষ, অনেক ভীড়। এই সুবিশাল বড় পার্কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমরা ৪/৫ জন বন্ধু মিলে চষে বেড়াচ্ছি। আর সাথে সাথে পুরনো বন্ধুদের কয়েকটা গ্রুপ, ডিপার্টমেন্ট এর সিনিয়র ভাইয়া-আপু, পরিচিত ছোট-বড় অনেক মানুষদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেলফি-ছবি তোলাও হচ্ছে। সুন্দর সুন্দর মূহুর্তগুলো কাটতেছিল। কিন্তু এর মধ্যে আমাকে নিয়েই যে বিশাল একটা ঘটনা ঘটে যাবে সেইটা কল্পনাও করি নাই। সেটা হল পুলিশ কন্ট্রোল বক্স থেকে মহিলার কণ্ঠে মাইকে ভেসে আসলো, "একটি নিখোঁ...
Hello, I am Ragib. This is my personal blog. প্রথমেই বলি এইখানে আমি আমার নিজের মতামত প্রকাশ করি তাই কেউ আমার এই মতামতগুলোকে নিজের মতো ভেবে নিয়েন না। হয়তো অনেক ভুল কিছু বলতেও পারি কিন্তু আপনারা আমার সেই ভুলগুলো ধরিয়ে মন্তব্য/কমেন্ট বক্স এ লিখে যাবেন। ধন্যবাদ।
Comments
Post a Comment