একটি নিখোঁজ সংবাদ
দিনটি ছিল গত ১লা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ(১৪ এপ্রিল,২০১৮ সাল)। ঘটনাটির সময়টা মনে নেই দুপুরের দিকেই হবে হয়তো। ১লা বৈশাখের সকালেই জয়নুল আবেদিন পার্কে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম। তখন আমার নতুন মোবাইল কিন্তু সমস্যা ছিল নতুন ৪জি সংযোগ গ্রামীনফোন সিমের। কারণ পার্কে গেলেই গ্রামীণফোনের নেটওয়ার্ক প্রায়ই পাওয়া যেত না। আসলে তখন সিমের নতুন কানেকশন ৪জি সংযোগ খুব দুর্বল ছিল। পার্কে কয়েক হাজার মানুষ, অনেক ভীড়। এই সুবিশাল বড় পার্কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমরা ৪/৫ জন বন্ধু মিলে চষে বেড়াচ্ছি। আর সাথে সাথে পুরনো বন্ধুদের কয়েকটা গ্রুপ, ডিপার্টমেন্ট এর সিনিয়র ভাইয়া-আপু, পরিচিত ছোট-বড় অনেক মানুষদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেলফি-ছবি তোলাও হচ্ছে। সুন্দর সুন্দর মূহুর্তগুলো কাটতেছিল। কিন্তু এর মধ্যে আমাকে নিয়েই যে বিশাল একটা ঘটনা ঘটে যাবে সেইটা কল্পনাও করি নাই। সেটা হল পুলিশ কন্ট্রোল বক্স থেকে মহিলার কণ্ঠে মাইকে ভেসে আসলো, "একটি নিখোঁজ সংবাদ। রাগীব রাইয়্যান নামের একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাগীব, তোমার বাবা তোমাকে খুঁজছে তুমি যদি ঘোষণাটি শুনে থাকো এখুনি পুলিশ কন্ট্রোল বক্সের এইদিকে চলে এসো"। আমি এইটা শুনে তো পুরা হতভম্ব। আমি হারায় গেছি!! পরে ভাবলাম ধুরু ভুল শুনছি হয়তো, কিন্তু না আমার বন্ধুরাও আমার দিকে তাকিয়ে বলল," রাগীব! তোর নামই বলেছে"। ২য় বার ঘোষনা দেওয়ার পরে শিউর হলাম হ্যাঁ আমার নামই তো আচ্ছা যাই। হালকা দৌড়ে পুলিশ কন্ট্রোল বক্সের দিকে গেলাম দেখি আব্বু এইখানেই। পরে ঘটনা জানতে পারলাম সত্যি যে আম্মু বলতেছে আমি নাকি হারিয়ে গেছি আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না অনেকবার ফোন দিয়েই যাচ্ছে ফোন বন্ধ দেখাচ্ছে৷ পরে বললাম আমার ফোন তো খোলাই ছিল। আরও জানতে পারলাম ঢাকা থেকে মামনি(বড় খালামনি),মামা,ভাবী আরো অনেকেই আমাকে বারবার ফোন দিয়েই যাচ্ছিল কিন্তু ফোন বন্ধ পাচ্ছিল। আম্মু নাকি কান্নাকাটি ও করেছিল। কি একটা অবস্থা! আমি তো পুরো পার্কেই এক লজ্জার মুখে পড়ে গেলাম সবাই এখন দেখা হইলেই বলে, "রাগীব তুই এত বড় ছেলে হয়েও হারিয়ে যাস!"। ব্যাপারটা শুধু শহরে না প্রায় ১ সপ্তাহ পর্যন্ত ক্যাম্পাসেও সরিয়েছে সিনিয়র ভাইয়া, আপুরা, বন্ধুরা যে কেউ দেখা হইলেই বলে, "কিরে তুই নাকি ১লা বৈশাখের দিনে হারিয়ে গেছিলি! "। শুনে আমিও হাসি তারাও হাসে। প্রতিবার বাসায় এসেই আম্মুকে বলি আম্মু তোমার ছেলে এত বড় হয়েও হারিয়ে যায়। শুনে আম্মুও হাসে আর আমার রাগ উঠে যেহেতু আমি রাগীব তাই রাগী।
রাগীব রাইয়্যান
( Facebook ID : RAGIB RAIYAN )
ইইই বিভাগ,জাককানইবি
Harrah's Hotel & Casino (New Orleans) - Mapyro
ReplyDeleteHotel and 경상남도 출장샵 Casino, Stateline: 광양 출장마사지 Distance from Center 아산 출장안마 of Interest: 4.2 영천 출장샵 mi (10.9 km). Driving Distance: 3.9 mi 양주 출장안마 (10.8 km).