কিভাবে আমরা ফেইসবুকের মাইডে তে ১ মিনিটের বেশি ভিডিও আপ্লোড দিবো। আমরা অনেকেই জানিই না এই বিষয়টা যে কিভাবে ১ মিনিটের বেশি ভিডিও আপ্লোড দেয়া যায়। বর্তমানের সিস্টেম অনুযায়ী হচ্ছে মাইডে অথবা স্টোরিতে এখন ২০ সেকেন্ড এর বেশি আপ্লোড দেয়া যায় না। আর অনেকেই এইজন্যে ২০ সেকেন্ডের বেশি হলেই বা ১ মিনিটের বেশি হলে সেটাকে ২০ সেকেন্ডে ভেঙ্গে ভেঙ্গে আপ্লোড দেয় এতে আসল ভিডিও গুলো বিকৃত হয়ে পড়ে। তাই এই সমস্যার সমাধান খুব সোজা আপনি নিচের সিস্টেম ফলো করুনঃ • প্রথমে মেসেঞ্জারের যে কারোর মেসেজে যাবেন। • সেখানে গিয়ে আপনি কোনো মেসেজ সেন্ড করবেন না কিন্তু ঠিক নিচের মতো করে এভাবে সিলেক্ট করবেন ভিডিওটি তারপর EDIT বাটনে চাপবেন। • এরপর এইখানে এসে দেখবেন নিচের দিকে Your Story লেখা এটাতে ক্লিক করুন। এভাবেই আপনি আপনার ভিডিও ভেঙ্গে ভেঙ্গে আপ্লোড না দিয়ে একবারে ২০ সেকেন্ড এর বেশি কিংবা ১ মিনিটের ভিডিও আপ্লোড দিতে পারবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে কমেন্টে জানাবেন। আপনাদের ফেইস
Hello, I am Ragib. This is my personal blog. প্রথমেই বলি এইখানে আমি আমার নিজের মতামত প্রকাশ করি তাই কেউ আমার এই মতামতগুলোকে নিজের মতো ভেবে নিয়েন না। হয়তো অনেক ভুল কিছু বলতেও পারি কিন্তু আপনারা আমার সেই ভুলগুলো ধরিয়ে মন্তব্য/কমেন্ট বক্স এ লিখে যাবেন। ধন্যবাদ।
Comments
Post a Comment