Skip to main content

Posts

মোবাইল ফোন কিভাবে কাজ করে?

মোবাইল ফোন কিভাবে কাজ করে? > আমাদের সবার জীবনেই মোবাইল একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ । কিন্তু আমি এখন শিউর যে আপনাদের কিউরিয়াস মাইন্ডে সবসময় কয়েকটা প্রশ্ন ঘুরাঘুরি করে যেমনঃ • কিভাবে মোবাইল ফোনকলগুলো কাজ করে ? • কেন মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন জেনারেশন ( যেমনঃ ওয়ান - জি , টু - জি , থ্রি - জি , ফোর - জি , ফাইভ - জি ইত্যাদি ) রয়েছে ? • কিভাবে মোবাইলের ভিতরে থাকা বিভিন্ন ছোট ছোট যন্ত্রগুলো কাজ করে ? এরকম অনেক প্রশ্ন রয়েছে এই মোবাইল কমিউনিকেশনের টেকনোলজি নিয়ে ! তাহলে চলুন বেশি কথা না বলেই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক । যখন আমরা ফোনে কথা বলি তখন ব্যাপারটা আসলে কি ঘটে ? কখনো চিন্তা করেছেন ? এই জিনিসগুলো বেশি বেশি চিন্তা করবেন । চিন্তা করলে কি হবে জানেন ? আপনার যে মগজটা আছে সেই মগজটা বেশি উত্তেজিত হতে চেয়ে আগ্রহ প্রকাশ করবে আর এতে জানার আগ্রহ বাড়বে । তাই আগে ভাবতে শিখবেন যতক্ষণ পর্যন্ত উত্তর নিজে না পান ততক্ষণ ভেবে যাবেন । আর যদি ন