Skip to main content

Posts

Showing posts from July, 2020

কিভাবে আমরা মোবাইল থেকে ফেইসবুকের মাইডে তে ১ মিনিটের বেশি ভিডিও আপ্লোড দিতে পারি

কিভাবে আমরা ফেইসবুকের মাইডে তে ১ মিনিটের বেশি ভিডিও আপ্লোড দিবো। আমরা অনেকেই জানিই না এই বিষয়টা যে কিভাবে ১ মিনিটের বেশি ভিডিও আপ্লোড দেয়া যায়। বর্তমানের সিস্টেম অনুযায়ী হচ্ছে মাইডে অথবা স্টোরিতে এখন ২০ সেকেন্ড এর বেশি আপ্লোড দেয়া যায় না। আর অনেকেই এইজন্যে ২০ সেকেন্ডের বেশি হলেই বা ১ মিনিটের বেশি হলে সেটাকে ২০ সেকেন্ডে ভেঙ্গে ভেঙ্গে আপ্লোড দেয় এতে আসল ভিডিও গুলো বিকৃত হয়ে পড়ে। তাই এই সমস্যার সমাধান খুব সোজা আপনি নিচের সিস্টেম ফলো করুনঃ • প্রথমে মেসেঞ্জারের যে কারোর মেসেজে যাবেন। • সেখানে গিয়ে আপনি কোনো মেসেজ সেন্ড করবেন না কিন্তু ঠিক নিচের মতো করে এভাবে সিলেক্ট করবেন ভিডিওটি তারপর EDIT বাটনে চাপবেন। • এরপর এইখানে এসে দেখবেন নিচের দিকে Your Story লেখা এটাতে ক্লিক করুন। এভাবেই আপনি আপনার ভিডিও ভেঙ্গে ভেঙ্গে আপ্লোড না দিয়ে একবারে ২০ সেকেন্ড এর বেশি কিংবা ১ মিনিটের ভিডিও আপ্লোড দিতে পারবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে কমেন্টে জানাবেন। আপনাদের ফেইস