মোবাইল ফোন কিভাবে কাজ করে? > আমাদের সবার জীবনেই মোবাইল একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ । কিন্তু আমি এখন শিউর যে আপনাদের কিউরিয়াস মাইন্ডে সবসময় কয়েকটা প্রশ্ন ঘুরাঘুরি করে যেমনঃ • কিভাবে মোবাইল ফোনকলগুলো কাজ করে ? • কেন মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন জেনারেশন ( যেমনঃ ওয়ান - জি , টু - জি , থ্রি - জি , ফোর - জি , ফাইভ - জি ইত্যাদি ) রয়েছে ? • কিভাবে মোবাইলের ভিতরে থাকা বিভিন্ন ছোট ছোট যন্ত্রগুলো কাজ করে ? এরকম অনেক প্রশ্ন রয়েছে এই মোবাইল কমিউনিকেশনের টেকনোলজি নিয়ে ! তাহলে চলুন বেশি কথা না বলেই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক । যখন আমরা ফোনে কথা বলি তখন ব্যাপারটা আসলে কি ঘটে ? কখনো চিন্তা করেছেন ? এই জিনিসগুলো বেশি বেশি চিন্তা করবেন । চিন্তা করলে কি হবে জানেন ? আপনার যে মগজটা আছে সেই মগজটা বেশি উত্তেজিত হতে চেয়ে আগ্রহ প্রকাশ করবে আর এতে জানার আগ্রহ বাড়বে । তাই আগে ভাবতে শিখবেন যতক্ষণ পর্যন্ত উত্তর নিজে না পান ততক্ষণ ভেবে যাবেন । আর যদি ন
Ragib Raiyan
Hello, I am Ragib. This is my personal blog. প্রথমেই বলি এইখানে আমি আমার নিজের মতামত প্রকাশ করি তাই কেউ আমার এই মতামতগুলোকে নিজের মতো ভেবে নিয়েন না। হয়তো অনেক ভুল কিছু বলতেও পারি কিন্তু আপনারা আমার সেই ভুলগুলো ধরিয়ে মন্তব্য/কমেন্ট বক্স এ লিখে যাবেন। ধন্যবাদ।